Ads

ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাযের নিয়ম! জেনে নিন ঈদের আগে.....

ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাযের নিয়ম বছরে মাত্র দু'বার ঈদের নামাজ, তাই এ নামাজ আদায় করার ক্ষেত্রে অনেককেই জটিলতায় পড়তে হয়। নামাজে দাঁড়িয়ে ডানে-বামে চুপিসারে তাকিয়ে নামাজ শেষ করতে হয়। ফলে অনেকেরই ঈদের নামাজ হয় না। কিন্তু এই নিয়মগুলো যদি একটু মনে রাখেন, তবে শুদ্ধভাবে ঈদের নামাজ পড়তে আর সমস্যা হওয়ার কথা নয়। কোনো নামাজের নিয়তই আরবিতে করা জরুরি নয়। যে কোনো ভাষায় নামাজের নিয়ত করা যায়। নিয়ত মনে মনে করাই যথেষ্ট। ঈদের দিন ইমামের পেছনে দাঁড়িয়ে মনে মনে নিয়ত এভাবে করলেই চলবে_ 'আমি অতিরিক্ত ছয় তাকবিরসহ এই ইমামের পেছনে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি।' এরপর উভয় হাত কান বরাবর উঠিয়ে 'আল্লাহু আকবার' বলে হাত বাঁধতে হবে। হাত বাঁধার পর ছানা অর্থাৎ 'সুবহানাকা আল্লাহুম্মা...' শেষ পর্যন্ত পড়তে হবে। এরপর আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে। দ্বিতীয়বারও একই নিয়মে তাকবির বলে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে। তৃতীয়বার তাকবির বলে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে না দিয়ে হাত বেঁধে রাখতে হবে। ঈমাম সাহেব সূরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো সূরা তেলাওয়াত করবেন। এ সময় মুক্তাদিদের নীরবে দাঁড়িয়ে থাকতে হবে। ইমাম সাহেব নিয়মমতো রুকু-সিজদা সেরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। মুক্তাদিদেরও ইমামকে অনুসরণ করতে হবে। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব প্রথমে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা পড়বেন। এরপর আগের মতো তিন তাকবির বলতে হবে। প্রতি তাকবিরের সময়ই উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে। চতুর্থ তাকবির বলে হাত না উঠিয়েই রুকুতে চলে যেতে হবে। এরপর নামাজের অন্যান্য নিয়মেই ঈদের নামাজ শেষ করে সালাম ফেরাতে হবে। ঈদুল ফিতরের কিছু সুন্নত আমল * খুব ভোরে ঘুম থেকে ওঠা * মিসওয়াক করা * গোসল করা * সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা * সুগন্ধি ব্যবহার করা * নামাজের আগে ফিতরা আদায় করা * নামাজের আগেই মিষ্টান্নজাতীয় খাবার খাওয়া * বেজোড়সংখ্যক খেজুর-খুরমা খাওয়া * ঈদগাহে হেঁটে যাওয়া * এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা * সকাল সকাল ঈদের নামাজ পড়ার জন্য বের হওয়া * ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়া; সম্ভব না হলে পাড়া বা মহল্লার মসজিদে গিয়ে পড়া * ঈদুল ফিতরে নিচু আওয়াজে তাকবির পড়তে পড়তে ঈদগাহে যাওয়া [ তাকবির হলো_ 'আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।'। ঈদুল আযহার নামাযের নিয়ম ঠিক ঈদুল ফিতরের নামাযেরই অনুরূপ এবং যেসব কাজ ওখানে সুন্নত সেসব এখানেও সুন্নত। পার্থক্য শুধু এই যে, * নিয়তের মধ্যে ঈদুল ফিতরের পরিবর্তে ঈদুল আযহা বলবে। * ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত কিন্তু ঈদুল আযহার দিনে খেয়ে যাওয়া সুন্নত নয় (বরং ঈদুল আযহার নামাযের পূর্বে কিছু না খেয়ে যাওয়াই মুস্তাহাব)। * ঈদুল আযহার দিনে ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবীর পড়া সুন্নত। ঈদুল ফিতরে আস্তে পড়া সুন্নত। * ঈদুল আযহার নামায ঈদুল ফিতর অপেক্ষা অধিক সকালে পড়া সুন্নত। * ঈদুল ফিতরে নামাযের পূর্বে সদকায়ে ফিতরা দেয়ার হুকুম, ঈদুল আযহার নামাযের পর সক্ষম ব্যক্তির জন্য কুরবানী করার হুকুম।
Share this article :
 
Copyright © 2018. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা