ডাটা রাক্ষস অ্যান্ড্রয়েড কে থামান



অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার কারীদের ঘোর অভিযোগ, গুগলের এই ওএস সংকলিত ডিভাইসটির অতিরিক্ত ইন্টারনেট ডেটা ব্যবহার। সকল অ্যাপ্স বন্ধ রাখলেও  ১৫ থেকে ২০দিনে মাঝেই ৫০০ থেকে ১০০০এমবি ডেটা শেষ হয়ে যায়। লিমিটেড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এটি আসলেই একটি মহা-সমস্যার ব্যাপার হয়ে দারায়। নেট ব্যবহার না করেও নেট বিল গুনতে হয়।এই ইন্টারনেট ডেটা গুলো এমনি এমনি শেষ হয়ে যায়না। ডিভাইস এর বিভিন্ন সফটওয়্যার আপডেট, ওয়েদার রিফ্রেশ, অটো সেন্সোরাইজ, সোশাল এপ্স সেন্সোরাইজ এর কারণে মূলত ডেটা ব্যবহার হয়। এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে ড্রয়েডওয়াল (droidwall) এ্যাপ।



OR






অ্যাপ সাইজ: মাত্র ৩১০কিলোবাইট
ব্যবহার বিধি:
  • ড্রয়েডওয়াল অ্যাপ টি অ্যান্ড্রয়েড ডিভাইসে ইন্সটল করে অপেন করুন।
  • এবার মেনু চেপে ফায়ারওয়াল ডিজেবল্ডে ক্লিক করুন। সুপারইউজার রিকুয়েস্ট আসবে। সুপারইউজার রিকোয়েস্ট অ্যালাউ করুন।
  • এখন আপনি যেসব অ্যাপ্লিকেশনে ডাটা ব্যবহার করতে চান শুধু সেগুলোর সামনের বক্সগুলোতে টিক দিন।
  • এবার মেনু চেপে অ্যাপ্লাই রুলস এ চাপুন। কাজ শেষ। এখন থেকে  টিক দেয়া অ্যাপ্লিকেশনগুলো ছাড়া আর কোন অ্যাপ ডাটা ব্যবহার করতে পারবে না। ইন্টারনেট ডাটার উপর থাকবে আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ।
বাধ্যবাধকতা: এই অ্যাপটি ব্যবহার করতে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি কে রুটেড (root) হতে হবে।
Share this article :
 
Copyright © 2018. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা