
মনে করুন হঠাত কোনো কারনে আপনার কী বোর্ড গেলো নষ্ট হয়ে ,
আর এই মুহুর্তে আপনার পক্ষে নতুন কী বোর্ডের ব্যাবস্থা করাও সম্ভব না।
কোনো চিন্তা নেই।
আপনি ইচ্ছা করলেই কী বোর্ড ছাড়াই লেখা-লেখির কাজ করতে পারবেন্।
এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপ গুলো অনুসরণ করতে হবে
Start > All Programs > Accessories > Accessibility > On-Screen Keyboard সিলেক্ট করতে হবে।
এর ফলে আপনি এ একটা কী বোর্ড দেখতে পারবেন্।
এবার আপনি যেখানে টাইপ করতে চান অর্থাত MS Word, Note Pad etc মাউস দিয়ে ক্লিক করুন্।
তারপর অন স্ক্রীন কী বোর্ডের অক্ষরগুলোর উপর মাউস দিয়ে ক্লিক করে বিকল্প টাইপিং এর কাজ চালিয়ে যান্।
কোনো সমস্যা হলে কমেন্ট করুন, ধন্যবাদ
আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ