Ads

ওয়াই-ফাইয়ের মাধ্যমে Android Phone এ ফাইল শেয়ার করুন ইন্টারনেট ছাড়া

অনেকদিন পর আবার টিউন করছি। আজকে আপনারদেরকে দেখাবো কিভাবে AirDroid app দিয়ে আপনার এন্ড্রয়েড ডিভাইসের ফাইল পিসিতে আদান-প্রদান করতে পারবেন। আর এটার জন্য কোন ইন্টারনেট কানেকশান লাগবে না।

যা যা লাগবেঃ

১। ডেস্কটপ পিসি/ল্যাপটপ
২। Wi-fi adapter/ Wlan card/ Wireless Router (যদি ডেস্কটপ থাকে, ল্যাপটপে সাধারণত Wlan কার্ড ইনস্টল করাই থাকে)
যদি ডেস্কটপে Wi-fi না থাকে তাহলে বাজার থেকে একটি USB Wireless Adapter বা Wlan Card কিনে লাগিয়ে নিতে হবে। ৮০০-২০০০ এর মধ্যে ভালো USB Wireless Adapter পাওয়া যায়।
  501 h main w 500x220 [Airdroid Tutorial]: ওয়াই ফাইয়ের মাধ্যমে এন্ড্রয়েডের ফাইল শেয়ার করুন ইন্টারনেট ছাড়া
৩। Connectify Software
৩। Airdroid
৪। একটি এন্ড্রয়েড ডিভাইস

প্রথম ধাপঃ

আপনার পিসিতে Connectify ইনস্টল করে নিন। ইনস্টল করা হলে ওপেন করুন। এরকম একটা উইন্ডো আসবে
Connectify 297x500 [Airdroid Tutorial]: ওয়াই ফাইয়ের মাধ্যমে এন্ড্রয়েডের ফাইল শেয়ার করুন ইন্টারনেট ছাড়া
  • আপনার Hotspot Name এবং Password কনফিগার করে নিন নিজের ইচ্ছামত।
  • Internet to Share এ Automatic সিলেক্ট করে রাখুন। এতে করে পিসিতে নেট কানেক্টেড হলে Connectify অটোমেটিক ডিটেক্ট করবে।
  • Share Over এ Wi-Fi সিলেক্ট করুন
  • Sharing Mode এ Wi-Fi Access Point Encrypted (WPA2) সিলেক্ট করুন
  • স্ক্রল করে একদম নিচে যান ও Firewall এ Allow Internet Access Allow ও Local Network Access এ টিক মার্ক দিন
সাধারণত Name এবং Password বাদে সবই অটো কনফিগার হবে। যদি আপনার Wi-Fi এডাপ্টারের ড্রাইভার টিক মত ইনস্টল করে থাকেন তাহলে এগুলো করতে কোন সমস্যা হবে না। Start Hotspot বাটনটি ক্লিক করলেই আপনার ডেস্কটপ/ল্যাপটপ হটস্পটে পরিণত হবে।
আপনার পিসিতে নেট কানেকশন না থাকলেও হটস্পট চালু হবে।
Connectify2 297x500 [Airdroid Tutorial]: ওয়াই ফাইয়ের মাধ্যমে এন্ড্রয়েডের ফাইল শেয়ার করুন ইন্টারনেট ছাড়া

দ্বিতীয় ধাপঃ

আপনার এন্ড্রয়েড ডিভাইসে Wi-Fi চালু করুন এবং আপনার তৈরি করা পিসির Wi-Fi Hotspot এর সাথে কানেক্ট করুন

তৃতীয় ধাপঃ

এবার আপনার এন্ড্রয়েড ডিভাইসে AirDroid app ইনস্টল করুন এবং চালু করুন।
2013 12 19 17.28.20 300x500 [Airdroid Tutorial]: ওয়াই ফাইয়ের মাধ্যমে এন্ড্রয়েডের ফাইল শেয়ার করুন ইন্টারনেট ছাড়া
ডিভাইস Wi-Fi এর সাথে কানেক্টেড হলে নিচের মত স্ক্রিন দেখতে পাবেন
2013 12 19 17.30.38 300x500 [Airdroid Tutorial]: ওয়াই ফাইয়ের মাধ্যমে এন্ড্রয়েডের ফাইল শেয়ার করুন ইন্টারনেট ছাড়া
ছবিতে চিহ্নিত আইপি এড্রেসটি আপনার কম্পিউটারের ব্রাউজারে লিখে এন্টার চাপুন।
Airdroid 2 [Airdroid Tutorial]: ওয়াই ফাইয়ের মাধ্যমে এন্ড্রয়েডের ফাইল শেয়ার করুন ইন্টারনেট ছাড়া
নিচের মত পেজ দেখাবে
Airdroid 500x400 [Airdroid Tutorial]: ওয়াই ফাইয়ের মাধ্যমে এন্ড্রয়েডের ফাইল শেয়ার করুন ইন্টারনেট ছাড়া
এবং আপনার ডিভাইসে এ রকম একটি রিকোয়েস্ট আসবে। Accept সিলেক্ট করুন
2013 12 19 17.31.31 300x500 [Airdroid Tutorial]: ওয়াই ফাইয়ের মাধ্যমে এন্ড্রয়েডের ফাইল শেয়ার করুন ইন্টারনেট ছাড়া
ব্যাস হয়ে গেল। আপনার পিসির ব্রাউজারেই এখন আপনার ডিভাইসের ফাইল ব্রাউজ করতে পারবেন এবং Upload ও Download করতে পারবেন।
Airdroid2 500x400 [Airdroid Tutorial]: ওয়াই ফাইয়ের মাধ্যমে এন্ড্রয়েডের ফাইল শেয়ার করুন ইন্টারনেট ছাড়া
আপনার ডিভাইসে দেখাবে এরকম
2013 12 19 17.32.14 300x500 [Airdroid Tutorial]: ওয়াই ফাইয়ের মাধ্যমে এন্ড্রয়েডের ফাইল শেয়ার করুন ইন্টারনেট ছাড়া
Share this article :
 
Copyright © 2018. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা