Ads

ড্রাইভিং শিখুন হাতের এন্ড্রুয়েড ফোন দিয়েই —–

কি শিরোনাম দেখে অবাক হচ্ছেন। অবাক হওয়ার কিছু নেই। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি এন্ড্রয়েড গেমস।
গেমটির নাম ড. ড্রাইভিং। নিঃসন্দেহে এই গেম আপনাকে একদম রিয়েল ড্রাইভিং এক্সপেরিয়েন্স দিতে পারবে।
গেমটির গ্রাফিক্স হয়তো ততটা বাস্তব সম্মত নয় যতটা আমরা অ্যাসফাল্ট ৭ এর মতো গেমে দেখতে পাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে গেমটি রেসিং গেম না। আপনি কত ভালভাবে গাড়ি চালাতে পারেন সেটার পরীক্ষা নেয়াই গেমটির উদ্দেশ্য। খুবই সাধারণ কিন্তু অ্যাডিক্টিভ গেমপ্লের কারণে গেমটি খেলেআপনি মজা পাবেন। এছাড়া যারা ড্রাইভিং জানেন না এই গেমটি খেললে তাদের অনেক রুলস এবং গাড়ি চালানোর টেকনিক সম্পর্কেও ভাল ধারণা হয়ে যাবে। মিশনের নামগুলোও তাদের কাজের সাথেমিল রেখে করা হয়েছে। যেমন- স্পিড পার্কিং এ আপনাকে গাড়ি সঠিকভাবে চালিয়ে পার্ক করতে হবে, ফুয়েল এফিসিয়েন্সি মিশনে আপনাকে কম জ্বালানি খরচ করে গাড়ি চালিয়ে নির্দিষ্ট গন্তব্যে যেতে হবে।

আগেই বলেছি গ্রাফিক্স ঠিক ততটা আকর্ষণীয় না হলেও এত অল্প গ্রাফিক্সেও ড. ড্রাইভিং আপনাকে সবচেয়ে সেরা গাড়ি চালানোর অভিজ্ঞতাই দিবে। আপনি স্টিয়ারিং হুইল দিয়েও গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেন আবার আবার টিল্ট মোডের মাধ্যেম স্মার্টফোন টিল্ট করার মাধ্যমেও খেলতেপারবেন। সবচেয়ে মজার ব্যাপার গেমটির আকার 1 মেগাবাইটের একটু বেশি এবং গেমটি যেকোন কনফিগারেশনের স্মার্টফোন ও ট্যাবে অনায়াসে খেলতে পারবেন।
undefined
তো দক্ষ ড্রাইভার হতে চান বা আর নাইবা চান শুধুমাত্র মজা পাবার জন্যও গেমটি আপনার খেলা উচিত। গেমটির গড় রেটিং ৪.৬ এবং রিভিউ দিয়েছে প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ! সো বুঝতেই পারছেন গেমটি আপনাকে হতাশ করবে না।
http://sh.st/q0seN
Share this article :
 
Copyright © 2018. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা