মরণের ওপারে Skype (স্কাইপি), মৃত মানুষের সঙ্গে চ্যাট করুন

এবার থেকে মৃত মানুষদের সঙ্গেও কথা বলা যাবে স্কাইপিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট নিয়ে আসছে এমনই এক ভার্চুয়াল অবতার যার দ্বারা প্রিয় মৃত মানুষদের সঙ্গে স্কাইপিতে কথা বলতে পারবেন আপনি। ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজির এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই ওয়েবসাইটের নাম “ইটারনি ডট মি।`2014-02-11_195558
এই ওয়েবসাইটের মাধ্যমে কোনও মানুষের মৃত্যুর পর তাঁকে ডিজিটালি পূণর্গঠন করা যাবে। সেই মানুষের জীবিত অবস্থার চ্যাট লগ, সোশ্যাল নেটওয়ার্কিং তথ্য, ছবি, ই-মেলের সাহায্যে সেই মানুষের স্মৃতি ও তাঁর আদব কায়দা বানানো যাবে। ওয়েবসাই জানাচ্ছে, “”জীবদ্দশায় সৃষ্ট সমস্ত তথ্য সংগ্রহ করে জটিল কৃত্রিম ইন্টালিজেন্স অ্যালগরিদম ব্যবহার করে পূণর্গঠন করে তাকে।“
সেখান থেকেই সৃষ্ট হবে নতুন চরিত্র। এমন এক অবতার যার ব্যক্তিত্ব হুবুহু মিলে যাবে মৃত মানুষের চরিত্রের সঙ্গে। আপনার সঙ্গে কথা বলা, তথ্য দেওয়া, কোনও ব্যাপারে পরামর্শ দেওয়া সবকিছুই করতে পারবে এই অবতার। এটি এমন একটি স্কাইপি যে চ্যাট করবে অতীত থেকে।
লাইভ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার পেজ ভিউ ও ১ ৩ হাজার ই-মেল রেজিস্ট্রেশন এসেছে ওয়েবসাইটে।
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা