ফ্রি এসএমএস পাঠানোর সুযোগ ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইন ডে) উপলক্ষে

মোবাইল ফোন কনটেন্ট প্রতিষ্ঠান মুঠোফান ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইন ডে) উপলক্ষে ফ্রি এসএমএস পাঠানোর সুযোগ দিচ্ছে। মুঠোফানের অফিসিয়াল ফেইসবুক পেইজ শেয়ার করে এই সুযোগ পাওয়া যাবে।

মুঠোফানের প্রধান নির্বাহী জানান, ভালোবাসা দিবসে বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইন ডে) উপলক্ষে প্রিয়জনকে এসএমএস শুভেচ্ছা পাঠান। সেই বিষয়টিকে মাথায় রেখে এই সুযোগ দিচ্ছে মুঠোফান। যারা এই সুযোগ পেতে চান তাদেরকে প্রথমে মুঠোফানের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর মুঠোফানের অফিসিয়াল ফেইসবুক পেইজ সর্বোচ্চ সংখ্যাক মানুষের কাছে শেয়ার করতে হবে’।
যিনি সর্বোচ্চ সংখ্যাক শেয়ার করবেন তিনি পাবেন বিনামূল্যে ৩০০ এসএমএস পাঠানোর সুযোগ। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে ২০০ ও ১০০ এসএমএস ক্রেডিট।
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা