বৃষ্টি রাতের রোমান্টিক কবিতা
আমি শেষ রাতের বৃষ্টি হতাম
গভীর রাতে জনালা গলে
একলা তোমায় ছুয়ে যেতাম ।
তুমি হয়তো জানতে না
আমিই ঐ দুষ্টু বৃষ্টি ফোটা,
জল হয়েছি কেবল তোমায় ছুতে ,
জানতেনা এত ছল-চাতুরি আমার
সবই শুধু তোমার স্প্ররষ পেতে।
ভাবতে আমি এক সৌম্য বৃষ্টি ফোটা
উপর থেকে ঝরছি অকারণে,
না জেনে হাত বাড়াতে তুমি
ভালোবেসে আমায় ছুয়ে দিতে.......
Post a Comment