চুরি যাওয়া মোবাইলে কোন সিম ব্যাবহার হচ্ছে,কোথায় আছে জানা যাবে সহজে!

চুরি যাওয়া মোবাইলে কোন সিম ব্যাবহার হচ্ছে,কোথায় আছে জানা যাবে সহজে! আজকের দিনে স্মার্টফোনের প্রয়োজনীয়তার কথা বলাটাও অত্যুক্তি। স্মার্টফোনগুলো শুধু মানুষের কথা বলার চাহিদাই মেটায় না, বরং প্রাত্যহিক জীবনের এক গুরুত্বপূর্ণ উপাদান হয়ে পড়েছে। ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনের একটি নির্ভরযোগ্য তথ্যের ভাণ্ডার হয়ে উঠছে হাতের মুঠোয় থাকা ফোনটি। কিন্তু সাধের ফোনটি চুরি হয়ে গেলে যেন আকাশ ভেঙে পড়ে মাথায়। ফোন হারানোর পর তা পাওয়ার জন্য কত চেষ্টা না করে থাকেন আপনি। এমনও হয়েছে থানায় ডায়েরিও করতে হয়েছে। এমন পরিস্থিতিতে মোবাইল হারালে সেটি ফিরে পাওয়ার জন্য রয়েছে একটি এ্যাপস। যেটি আপনার মোবাইলে কোন সিম ব্যবহার হচ্ছে তা আপনাকে জানিয়ে দেবে। অ্যাপসটির নাম হচ্ছে- Sim Card Change notifier. প্লেস্টোর থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন গেমটি। এই হচ্ছে অ্যাপসের লিংক- Sim Card Changer Notifier. অ্যাপসটি ইনস্টল করার পর অ্যাপসটি দেখবেন আর খুঁজে পাচ্ছেন না। এটি ইনস্টলের সঙ্গে সঙ্গেই হাইড হয়ে যায়। ডিফল্ট অ্যাপ হিসেবে সেট করলে চোর নিজেও অ্যাপস রিমুভ করতে পারবে না। ইনস্টলের পর প্লেস্টোরে আবার অ্যাপসটির নাম লিখে সার্চ করুন সেখান থেকে ওপেন করতে পারবেন। অথবা মোবাইলের কি-প্যাডে ##7777 ডায়াল করুন। এ রকম একটি স্ক্রিন আসবে। সেখানে Owner name-এর জায়গায় নিজের নাম লেখুন এবং Trusted Number-এ সেই নাম্বারটি দেবেন, যেখানে আপনি মেসেজ পেতে চান। অর্থাৎ ট্রাস্টেড নাম্বারেই আপনার মেসেজ চলে যাবে। এবার ছবিতে দেয়া লাল মার্ক করা অংশে প্রেস করে সেটিংসে যান, ২নং অপশনের Number to show the app সিলেক্ট করুন। পছন্দমতো ৬ ডিজিটের নাম্বার দিন, যদিও অ্যাপসে আগে থেকেই ##7777 নাম্বারটি সেট করা থাকে। তাই এটিও রাখতে পারেন। এবার তার নিচের লোকেশন সেন্ডিং টাইম ইন্টারভ্যাল সেট করে ফেলুন। ব্যাস! আপনার অ্যাপস কাজ করার জন্য রেডি। এখন থেকে যখনই কোনো নতুন সিম প্রবেশ করানো হবে, সঙ্গে সঙ্গে তার বর্তমান অবস্থান এবং মোবাইল নাম্বারসহ চলে আসবে আপনার কাছে।
Share this article :
 
Copyright © 2018. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা