Ads

প্রচন্ড গরমে হিমশীতল বাতাস দেবে হাতে তৈরি ‘এয়ার কুলার’! যে ভাবে তৈরি করবেন

প্রচন্ড গরমে হিমশীতল বাতাস দেবে হাতে তৈরি ‘এয়ার কুলার’! যে ভাবে তৈরি করবেন গরমে হিমশীতল বাতাস – প্রচন্ড গরমে প্রাণ অতিষ্ট। সারাদিন ব্যস্ততার পর রাতে একটু শান্তিতে সবাই ঘুমাতে চান। কিন্তু গরমের যন্ত্রণায় শান্তিমত ঘুমানো বেশ কঠিন। সকলের বাড়িতে এসি নেই যে এসির শীতলতায় একটু ঘুমানো যাবে। আবার এসি কেনার সামর্থ্যও সকলের থাকে না। তাহলে উপায়? উপায় একটি রয়েছে। একদম ঘরে থাকা উপাদান দিয়ে পেয়ে যেতে পারেন শীতল ঠান্ডা বাতাস। কীভাবে? ছোট একটি ভিডিওতে দেখে নিন এসি তৈরির প্রণালীটি। যা যা লাগবে: দুটি মাঝারি আকৃতির প্লাস্টিকের বোতল কাটার চিকন তার টেবিল ফ্যান বরফের টুকরো যেভাবে তৈরি করবেন: ১। প্রথমে বোতলের পিছনের অংশটুকু কাটার দিয়ে কিছুটা গোল করে কেটে নিন। সম্পূর্ণভাবে বোতল থেকে আলাদা করে ফেলবেন না। বোতলের সাথে যেন কিছুটা লেগে থাকে। ২। এবার বোতলের শেষ থেকে মাঝ অংশ ফুটো করুন (ভিডিও অনুযায়ী)। দুটি বোতলেই একইভাবে গোল করে ফুটো করুন। ৩। বোতলের ফুটোর ভেতর তার ঢুকিয়ে টেবিল ফ্যানের সাথে লাগিয়ে নিন। টেবিল ফ্যানের পিছনের দিকে একপাশে একটি বোতল আরেকপাশে আরেকটি বোতল তার দিয়ে লাগান। ৪। বাড়তি তারটুকু প্লাস দিয়ে কেটে ফেলুন। ৫। এখন বোতলদুটিতে বরফের কুচি দিয়ে দিন। বরফের কুচি দিয়ে সম্পূর্ণ বোতল ভরে ফেলুন। ৬। এবার ফ্যানটি ছাড়ুন আর পেয়ে যান হিম শীতল ঠান্ডা বাতাস।
Share this article :
 
Copyright © 2018. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা