২০১৫ সালে আমি আমার ৪ টা মেমোরী কার্ড এক সাথে নষ্ট করছি I wish আমি তখন যদি এই Trick গুলা জানতাম তাহলে হয়তো সে গুলা ঠিক করতে পারতাম । এই সমস্যা থেকে বাঁচাতে আজকে আমি আপনাদের দেখাবো মেমোরি কার্ড বা পেনড্রাইভ নষ্ট হয়ে গেলে সে টা কিভাবে ঠিক করতে হয়
চলুন তাহলে শুরু করা যাক ।
প্রথমেই কিছু শর্ত মানতে হবে সে গুলা হলো ,
১:- নষ্ট হওয়া মেমোরি কার্ড বা পেনড্রাইভে অবশ্যই কম্পিউটার এ ডিটেক্ট করতে হবে ।
২:-মেমোরি কার্ড টি যদি Write protect , Space কম অথবা Corrupted হয় তবেই এই ট্রিক টি কাজ করবে ।
এখন কাজ শুরু করার পালা । প্রথমে আপনি আপনার মেমোরি কার্ড অথবা পেনড্রাইভটি ফরম্যাট করে নিন সে ক্ষেত্রে যা করতে হবে , আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে Run বের করুন (windows+R)। তারপর লিখুন cmd | Command penel টি বের হবার পর তাতে নিচে দেওয়া ছবির ন্যায় লিখুন ~

[আপনি আপনার DISK টা সিলেক্ট করবেন অবশ্যই ]

মেমোরি টি ক্লিন হয়ে যাবার পর cmd penal টি Close করে দিন। এরপর Desktop এর কোণায় থাকা start icon বা windows icon এ Right বাটনে ক্লিক করে Disk Management নামক অপশনে যান।
তারপর সেখানে থাকা আপনার Unallocated disk টির রাইট বাটনে ক্লিক করে new simple volume এ যান এবং next বাটন ক্লিক করতে থাকুন যতক্ষণ না শেষ হয়। এবার আপনার DAMAGED Disk টি Located হয়ে গেছে অর্থাৎ আপনার মেমোরি বা পেনড্রাইভ টি ঠিক হয়ে গেছে।
অথবা নিচের ভিডিও মোতাবেক কাজ করুন ~
পোস্ট টি সম্পর্কে কোন মতামত থাকলে তা অবসসই Comment Box এ জানাবেন। আর পোস্ট টি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদের সহায়তা করুন। ধন্যবাদ।
Posted by N ̅o ̅ɾ ̅ɹ ̅ǝ ̅N
চলুন তাহলে শুরু করা যাক ।
প্রথমেই কিছু শর্ত মানতে হবে সে গুলা হলো ,
১:- নষ্ট হওয়া মেমোরি কার্ড বা পেনড্রাইভে অবশ্যই কম্পিউটার এ ডিটেক্ট করতে হবে ।
২:-মেমোরি কার্ড টি যদি Write protect , Space কম অথবা Corrupted হয় তবেই এই ট্রিক টি কাজ করবে ।
এখন কাজ শুরু করার পালা । প্রথমে আপনি আপনার মেমোরি কার্ড অথবা পেনড্রাইভটি ফরম্যাট করে নিন সে ক্ষেত্রে যা করতে হবে , আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে Run বের করুন (windows+R)। তারপর লিখুন cmd | Command penel টি বের হবার পর তাতে নিচে দেওয়া ছবির ন্যায় লিখুন ~
[আপনি আপনার DISK টা সিলেক্ট করবেন অবশ্যই ]
মেমোরি টি ক্লিন হয়ে যাবার পর cmd penal টি Close করে দিন। এরপর Desktop এর কোণায় থাকা start icon বা windows icon এ Right বাটনে ক্লিক করে Disk Management নামক অপশনে যান।
তারপর সেখানে থাকা আপনার Unallocated disk টির রাইট বাটনে ক্লিক করে new simple volume এ যান এবং next বাটন ক্লিক করতে থাকুন যতক্ষণ না শেষ হয়। এবার আপনার DAMAGED Disk টি Located হয়ে গেছে অর্থাৎ আপনার মেমোরি বা পেনড্রাইভ টি ঠিক হয়ে গেছে।
অথবা নিচের ভিডিও মোতাবেক কাজ করুন ~
পোস্ট টি সম্পর্কে কোন মতামত থাকলে তা অবসসই Comment Box এ জানাবেন। আর পোস্ট টি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদের সহায়তা করুন। ধন্যবাদ।
Posted by N ̅o ̅ɾ ̅ɹ ̅ǝ ̅N