Windows 10 এক্টিভ করুন সহজ উপায়ে!

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
বন্ধুরা, আমরা জানি যে প্রযুক্তিগত দিক দিয়ে আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর সংস্করণ এনেছে!
যদিও আমরা অধিকাংশ ই এর Technical Preview ভার্সন টি ব্যবহার করছি।
তাও সেটা ট্রায়াল ব্যবহার করছি।
আজ আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজ ১০ এক্টিভ করতে হয়।
আর কথা না বাড়িয়ে শুরু করা যাক-

প্রথম নিচের লিংক হতে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন –
সাইজ মাত্র ৩৬ এমবি।
prev1
এবার ডাউনলোড করা ফাইলটি
extract করে Run as Administrator মোডে চালু করুন।
নিচের ছবির মত
prev২
এবার নিচের ছবির মত উইন্ডোজ লগো তে ক্লিক করুন

এবার ট্যাব হতে Product Key তে যান।
ড্রপ ডাউন মেনু হতে Windows 8.1
সিলেক্ট করে দিন।
তারপর Professional বা Enterprise সিলেক্ট করুন।
মনে রাখবেনঃ Professional বা Enterprise সিলেক্ট করতে হবে আপনার অপারেটিং সিস্টেম এর উপড় নির্ভর করে।
অর্থাৎ অপনার অপারেটিং সিস্টেম ভার্সন Professional হলে Professional সিলেক্ট করতে হবে আর Enterprise হলে তা সিলেক্ট করতে হবে।
আর আপনার ভার্সন Professional না Enterprise তা জানতে
একই ট্যাবের Check System এ ক্লিক করুন।
সব ঠিক হলে install বাটনেচল ক্লিক করুন। নিচের ছবির মত-

ইনস্টাল হবার পর নিচের ছবির মত মেসেজ দেখতে পাবেন-

এবার Activation ট্যাবে গিয়ে Activate বাটনে ক্লিক করুন নিচের ছবির মত-

ব্যাস। এবার ইউজ করতে থাকুন উইন্ডোজ ১০ এর এক্টিভেট ভার্সন!
আরেকটা কথাঃ যারা Technical Preview ভার্সন ইউজ করেন,, তাদের উইন্ডোজ ও একই পদ্ধতি তে এক্টিভ হবে তবে Watermark টা থেকে যাবে।
তাই আগামী পর্বে দেখাব কি ভাবে ওয়াটারমার্ক এডিট ও রিমুভ করা যায়।
আজ এ পর্যন্তই।
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা