Ads

প্রেমিকার অভিযোগ থেকে মুক্তি দেবে ব্রো অ্যাপস !

কাজের ব্যস্ততা কিংবা অন্য কোনো কারণে হয়তো আপনি আপনার প্রেমিকাকে সবসময় ফোন কিংবা ক্ষুদেবার্তা দিতে পারেন না। এ কারণে প্রেমিকার অভিযোগের শেষ নেই। এই অভিযোগ থেকে মুক্তি দিবে আপনার মোবাইল ফোন। শুনে অবাক হচ্ছেন? হবারই কথা।
image_80060_0

সম্প্রতি সফটওয়্যার ডেভেলপাররা এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যা আপনার প্রেমিকার কাছে সয়ংক্রিয়ভাবে পৌছে দেবে ক্ষুদেবার্তা। ব্রো অ্যাপস নামক অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে সেট করে নিলে কিছুক্ষণ পর পর আপনার ক্ষুদেবার্তা চলে যাবে প্রেমিকার মোবাইলে। প্রেমিকার মোবাইলে কিছুক্ষণ পর পর ক্ষুদেবার্তা গেলে খুশিতে আপনার প্রেমিকার মনে ভরে উঠবে এই ভেবে যে, তাকে আপনি সবসময় অনুভব করছেন।
কিন্তু ধরা পড়ে গেলে প্রতিক্রিয়া আরও ভয়াবহ হতে পারে। সেক্ষেত্রে ঝুঁকি নিতে হবে আপনাকেই।
প্রেমিকার কাছে ক্ষুদেবার্তা পাঠাতে হলে আগে থেকেই আপনাকে ক্ষুদেবার্তাগুলো নির্বাচন করে রাখতে হবে। একইসঙ্গে আপনাকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকতে হবে।
Share this article :
 
Copyright © 2018. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা