Ads

অ্যাপ দিয়ে শোনা যাবে রেডিও ফুর্তি !

রেডিও শুনতে যারা পছন্দ করেন এমন স্মার্টফোন বা ট্যাব ব্যবহারকারীদের জন্য অ্যাপ বানিয়েছে রেডিও ফুর্তি।
রেডিও ফুর্তি নামের অ্যাপটি ডাউনলোড করা থাকলে রেডিও ফুর্তি ৮৮.০ এফএম সরাসরি শোনা যাবে বিশ্বের যে কোনো স্থান থেকে। তবে অ্যাপ দিয়ে রেডিও শুনতে ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে।
দেশের অন্যতম জনপ্রিয় এ রেডিও স্টেশনটি সম্প্রতি এক অনুষ্ঠানে এ অ্যাপ চালুর কথা জানায়।
radio-foorti-fm-techshohor
অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা গুগল প্লে থেকে ও আইওএস ব্যবহারকারীরা অ্যাপল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
দেশের সব স্থানে নেটওর্য়াক ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে টানতে এ উদ্যোগ নিলো এফএম রেডিও স্টেশনটি।
রেডিও ফুর্তির কর্মকর্তারা এসি-নিয়েলসনের সর্বশেষ মিডিয়া জরিপের তথ্য দিয়ে জানান, ২০০৬ সালের ২২ সেপ্টেম্বর চালু হওয়ার পর থেকে বর্তমানে দেশের ৭২ দশমিক ৪ শতাংশ শ্রোতা আছে এ স্টেশনের।
এফএম রেডিওটি ঢাকার পর ২০০৭ সালে চট্টগ্রামে, ২০০৮ সালের সিলেটে, ২০১০ সালে খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ এবং কক্সবাজারে সম্প্রচার শুরু করে।
বিনামূল্যে অ্যাপটি এ ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
Share this article :
 
Copyright © 2018. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা