PDF ফাইলে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ফাইলটি পড়া যায় না তা আমারা আগে থেকেই জানি। এখন আপনাদের দেখাবো কিভাবে পাসওয়ার্ড দেওয়া PDF ফাইলটি পড়া যায়। এর জন্য প্রথমেই আপনাকে PDF unlocker সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।


Or


ডাউনলোড করা হয়ে গেলে এটি রান করুন। এবার যেই PDF ফাইলটি সফটওয়্যারটির উপর রান ড্রাগ করুন তাহলে নতুন একটি ফাইল তৈরি হবে এবং এর দ্বারা আপনি ফাইলটি পড়তে পারবেন, ধন্যবাদ।