Ads

অক্ষর দিয়ে ছবি আঁকুন! দারুন মজার জিনিস!

ফেসবুকে কিংবা অন্যান্য জায়গায় বিশেষ করে মেয়েরা এইসব অক্ষর দিয়ে ছবি দেয়! তখন নিজেরও মন চায় এইসব জটিল জটিল অক্ষর দিয়ে ছবি আঁকতে! তাই না! হুম। এএসসিআইআই আর্ট স্টুডিও সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার মনের মতো অক্ষর দিয়ে পিকচার ড্র করতে পারবেন।
ধাপসমূহ:
> প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং ইন্সটল করে ফুল ভার্সন করে নিন:
Password: gamewala19
> সফটওয়্যারটি ওপেন করুন।
undefined
> ফাইল মেনু > কনভার্ট পিকচার টু এএসসিআইআই আর্ট কমান্ড নির্বাচন করুন।

> একটি ডায়ালগ বক্স আসবে।

এখানে,
ফাইল প্যাথ অপশনে ক্লিক করে যেই পিকচারটিকে অক্ষর চিত্র বানাতে চান সেটি নির্বাচন করুন।
এএসসিআইআই আর্ট ওয়াইড এবং ক্যারেক্টার অপশনগুলো নিচের মতো করে সেটিং করে নিন।
এবার ওকে তে ক্লিক করুন এবং একটু অপেক্ষা করুন আর দেখুন কি হয়!
> সর্বশেষে অক্ষর চিত্রের ছবিটি সংরক্ষণ করুন ফাইল মেনুর > সেভ এজস পিকচার কমান্ডটি দিয়ে।
> অথবা নোডপ্যাডে কপি পেষ্ট করে সংরক্ষণ করতে পারেন!
আসুন দেখি নেই সফটওয়্যারটি ব্যবহার করে কিছু অক্ষর চিত্রের নমুনা!




undefined
আশা করছি আজকের সফটওয়্যার জোনটি আপনাদের ভাল লেগেছে এবং নিশ্চয় মজা পেয়েছেন আবার কারো কাছে এটি কাজের জিনিসও বটে!
Share this article :
 
Copyright © 2018. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা