আপনার পিসিতে সময় ,তারিখ নির্ধারণ করে Shutdown ,Restart ,Hibernate ,Sleep করুন ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে !!

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি ছোট সাইজ এর সফটওয়্যার নাম Wise Auto Shutdown এটা ফ্রী একটি সফটওয়্যার । এটা ব্যবহার করে আপনি ইছে করলে আপনার পিসি তে একটি নির্দিষ্ট সময় সেট করে দিলেন আর আপনার পিসি সেই সময়ে Shutdown ,Restart ,Hibernate ,Sleep ইতাদি হবে । কি মজার ব্যাপার না সত্যি আমার তো খুব ভাল লেগেছে । যাই হোক সফটওয়্যারটি নিচে থেকে এক ক্লিকে ডাউনলোড করে নিন এবং সঙ্গে দেখে নিন কিভাবে ব্যবহার করবেন ।



ডাউনলোড করুন নিচে থেকে 

বুজতেই পারছেন সফটওয়্যারটি কত ছোট তাহলে এক ক্লিকে ডাউনলোড সম্পূর্ণ করুন । এবার ডাউনলোড হয়েগেলে Winrar দিয়ে ওপেন করুন তার এক ক্লিক করে ইন্সটল করে নিন । বাকি কাজটি যদিয়ে খুব সোজা তাও নীচে ব্যবহার এর কিছু টিপস দেখে নিন । 
»  এবার ইন্সটল করা সফটওয়্যার টিকে ওপেন করুন তাহলেই নীচের মতো আসবে এবার নীচের স্ক্রীন শর্ট এর মতো করে দিন ।  নীচের চিত্রে দেখুন …
»  উপরের চিত্রে লক্ষ করুন আমি যেসকল ইস্থান গুলিকে ঘিরে দিয়েছি সেগুলো একটু ভাল করে লক্ষ করুন তাহলেই সব বুজতে পারবেন । যেমন দেখুন ওখানে আছে আপনি আপনার পিসি কি করতে চান মানে Shutdown ,Restart ,Hibernate ,Sleep যেটি করতে চান তাতে ক্লিক করে দিন এবার আপনি উপরের চিত্রে লক্ষ করুন আপনি ৩ ভাবে সময় সেট করতে পারেন যেমন তারিখ অনুযায়ী , সময় , আর প্রতিদিন । আপনি যদি চান প্রতিদিন একি সময় আপনার পিসি অটো বন্ধ করতে চান তাহলে উপরের Daily সিলেক্ট করে দিন তারপর কটার সময় আপনার পিসি বন্ধ করতে চান সেটি সেট করে দিন বা হয়ে যাবে । এবার Start Task এ ক্লিক করুন তাহলে নীচের চিত্রের মতো আসবে । নীচের চিত্রে দেখুন …
»  এবার উপরের চিত্রে লক্ষ করুন একটি ম্যাসেজ বক্স এসছে Yes এ ক্লিক করুন । তাহলেই নীচের চিত্রের মতো আসবে । নীচের চিত্রে দেখুন…
»  বাস আর আপনাকে কিছু করতে হবে না আপনার সেট করার সময়ে ঠিক আপনার পিসি বন্ধ হয়ে যাবে । তাছাড়া আপনি টাস্ক বারেও দেখতে পারেন ।
»  তাহলে আশাকরি বুজতে কোন সমস্যা হলনা না হবারি কথা কারন ব্যবহার খুব খুব সোজা । যাই হোক কার যদি ডাউনলোড করতে সমস্যা হয় আমাকে জানাবেন আমি লিঙ্ক Update করে দিব
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা