মেগা পোষ্ট ! সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিণত করতে যাচ্ছে টেলিটক

 
কিছুক্ষন আগে একটা নিউজ পেলাম, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করেই ফেলি। কিছুক্ষন আগে আওয়ামিলিগের অফিসিয়াল ফ্যান পেজে এই ঘোষনা করা হয়েছে। যে যেই দল করেন না কেন, একটি দলের সাপোর্টারতো আমরা সকলেই। আর সেদলটি হলো ফ্রিতে ইন্টারনেট ব্যবহারকারী দল। তাই এই দলের লোকদের জন্য নিঃসন্দেহে এটি একটি আনন্দের সংবাদ বটে।
সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিণত করতে যাচ্ছে টেলিটক।
টেলিটকের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এক ঐতিহাসিক চুক্তি সম্পাদন করল সরকার। চীন এবং রাশিয়ার কারিগরী ও আর্থিক সহায়তায় সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিনত করতে যাচ্ছে একমাত্র দেশীয় মোবাইল অপারেটর টেলিটক।
তবে এই সুবিধা ভোগ করার জন্য আপনার থাকতে হবে ওয়াইফাই সুবিধাযু্ক্ত একটি ডেভাইস। আসুন তাহলে, আর একটু অপেক্ষা করি ফ্রি ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পেতে।
 
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা