গান শুনুন আর গানের বিস্তারিত জানুন

কেমন আছেন সবাই ?? আশা করি সবাই ভাল আছেন ।
সবাই কম বেশি গান শুনে থাকেন । টিভিতে গান শুনলেন কিন্তু গানটির নাম জানেননা । এখন কি করবেন ?? গানটি টিভিতে আবার প্লে করলে তবেই গানটির বিস্তারিত জানতে পারবেন । কিন্তু সেই অপেক্ষায় বসে রইলে তো আর চলবেনা । তাই আপনাদের জন্যে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে হাজির হলাম ।
অ্যাপটির নাম Track ID । প্রথমে নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন ।
ডাউনলোড ট্রাক আইডি
তারপর নিচের ছবিটির মত সার্চ মিউজিক ওয়ালা গোল ছবিটির উপর ক্লিক করুন অথবা প্রেস করুন ।
Screenshot_2014-01-31-09-46-09
একটু অপেক্ষা করুন । গানটির কিছু অংশ অ্যাপটির রেকর্ড করা হলে নিচের ছবির মত হবে ।
Screenshot_2014-01-31-09-47-10
এবার গানটির পুরা বিস্তারিত জানতে পারবেন । অবশ্য আপনাকে ডাটা কানেক্ট করতে হবে ।

এবার থেকে গান শুনুন আর গানের বিস্তারিত জানুন ।
ভাল থাকুন আমাদের সাথে থাকুন ।
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা