ফ্রি মোবাইল/পিসি থেকে ভয়েস কল এবং সাথে আরো কিছু মজার সার্ভিস!


আপনারা অনেকেই জানেন ইণ্টারনেট থেকে ফ্রি কথা বলার ব্যাপারে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এই কথা বলার মতই আর একটা টিপস নিয়ে।
আপনি ইণ্টারনেটের মাধ্যমে খুজলে অনেক সাইট পাবেন যার মাধ্যমে ফ্রি এস এম এস সেন্ড করতে পারবেন। কিন্তু ফ্রি ভয়েস এস এম এস অথবা ফ্রি টেক্সট টু ভয়েস কলের ব্যাপারটা অনেকটা নতুন একটা ব্যাপার। আর আমার মনে হয়ে বাংলাদেশে এই প্রথম একটা আলাদা ধরনের ফ্রি সার্ভিস এটা।
আসুন, কথা না বাড়িয়ে আসল কাজে নেমে যাই। প্রথমে এখানে Signup করুন।
তারপর “Create New Account” এ ক্লিক করে সঠিক ইনফো দিয়ে একটা একাউন্ট রেজিস্ট্রেশন করুন। ঠিকঠাক ভাবে রেজিস্টার করলে আপনার ইমেইল একাউন্টে একটা কোড যাবে। সেটি দিয়ে একাউন্ট ভেরিফাই করে নিন। এবার আপনার একাউন্টে প্রবেশ করার পর দেখবেন মেনুতে “Free Call Worldwide” লেখা আছে। সেখানে ক্লিক করুন। এবার দুইটি ইনপুট বক্স পাবেন। সেখানে প্রথমে আপনার কাঙ্ক্ষিত নাম্বার দিন (যে নাম্বারে কল যাবে) এবার নিচের বক্সে আপনার ম্যাসেজ লিখে সাবমিট করুন। দেখবেন মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে ফোন চলে গেছে!
খুব শিগগিরি ফ্রি এস এম এস সার্ভিস (নিজের নামে এস এম এস) যোগ হতে যাচ্ছে উক্ত সাইটে।
এখানে এই সার্ভিস ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর (সোস্যাল নেটওয়ার্কিং) সার্ভিস আছে যেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে।
সুতারাং দেরি না করে শুরু করুন কলিং আর ফ্রি মজা।
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা