অপ্রয়োজনে আপনার ডাটা খরচ করে!
আবার নানান রকম নোটিফিকেশনও দেয়!
এই রকম অ্যাপ ডিজেবল করার পদ্ধতিটি দেখুন!
প্রথমে আপনার ফোনে Settings এ যান।
সেটিংস হতে App Settings বা Applications বা Application Manager খুজে বের করুন।
১। Screen (১)
এবার App Settings হতে স্লাইড করে All App এ যান!বিভিন্ন মডেলে এই প্রসেসটা বিভিন্ন রকম হবে তাই আপনাকে খুজতে হবে।
২। Screen (২)
এবার যেই অ্যাপ্লিকেশনটি ডিজেবল করে রাখতে চান সেটিতে ট্যাপ দিয়ে প্রবেশ করুন!আমি একটি অ্যাপ সিলেক্ট করেছি যেটার নাম Apon Call Recorder।
আপনি এই রকমই যেটা অপছন্দ বা রাখতে না চান সেটা খুজে বের করে ট্যাপ করে এর ভিতর যান।
এবার দেখুন অ্যাপ্লিকেশনের সকল তথ্য বের হয়ে এসেছে।
সেখান থেকে প্রথমে Force Close অথবা Stop Running বাটনে ট্যাপ করে বন্ধ করে দিন।
অতঃপর Uninstall থাকলে আন-ইন্সটল করে দিন।
কিন্তু যদি সিস্টেম অ্যাপ হয় তবে Uninstall বাটন থাকবে না।।
সেক্ষেত্রে Disable বাটন থাকবে। Disable বাটনে ট্যাপ করে অ্যাপ্লিকেশনটি ডিজেবল করে দিন।।
৩। Screen (৩)
বিঃদ্রঃ- স্ক্রিনশটগুলো Primo F2 এর JellyBean অপারেটিং সিস্টেম থেকে তোলা।
- আপনার মোবাইল ভেদে স্ক্রিন না মিললেও প্রসেস একইরকম।
- ধন্যবাদ