ঘরে, বাহিরে, ওয়েবে সব জায়গায় নিরাপত্তা এখন প্রধান এবং গুরুত্বপূর্ণ
বিষয় । সবাই চেষ্টা করছে কিভাবে সবোর্চ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায় । আর এ
কাজের জন্য প্রযুক্তিই সবচেয়ে বিশ্বস্ত এবং নিরাপদ মাধ্যম । আজ এখানে আমি
আপনাদের কাছে এ রকম একটা প্রযুক্তির বিষয়ে কথা বলবো, যা আপনার
গুরুত্বপূর্ণ জায়গার সবোর্চ্চ নিরাপত্তা প্রদান করবে । চলুন মূল আলোচনায়
যাই ।
কি এই নিরাপত্তা ব্যবস্থা –
বাংলাদেশে মোবাইল নাই এমন মানুষের সংখ্যা খুবই কম । আমি এখানে যে
সিকিউরিটি সিস্টেমের কথা বলবো এর সাথে মোবাইলের সম্পর্ক আছে । আপনি কী কখনো
GSM Mobile Alarming Security System এর কথা শুনেছেন ? না শুনে থাকলে এখন
শুনলেন, সমস্যা নাই নাম শুনেই বুঝতে পারবেন এর কাজ কি । ধরুন আপনার গুলশানে
ব্যবসা প্রতিস্ঠান আছে ( অন্য কোথাও থাকতে পারে, এটা নিশ্চয় সমস্যা
না!!), এখন আপনি চাচ্ছেন যে কোন জায়গায় বসে আপনার প্রতিষ্ঠানের নিরাপত্তা
নিশ্চিত করবেন ? কিন্তু কিভাবে ? অনেক পদ্ধতি থাকতে পারে বা আছে, তবে আমি
আজ এখানে শুধু GSM Mobile Alarming Security System নিয়ে কথা বলবো । আমি
বুঝাতে চাচ্ছি আপনি আপনার মোবাইল থেকেই নিশ্চিত হতে পারবেন কেউ আপনার
ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ কোন উদ্দেশ্য নিয়ে প্রবেশ করলো কিনা । মনে প্রশ্ন
জাগছে কিভাবে ? নিচের অংশ পড়েন বুঝতে পারবেন ।
কিভাবে কাজ করে GSM Mobile Alarming Security System –
কি এই নিরাপত্তা ব্যবস্থা –
কিভাবে কাজ করে GSM Mobile Alarming Security System –
ধরুন আপনার অফিসে প্রবেশপথ
২টা, যেই যে উদ্দেশ্য নিয়ে প্রবেশ করুক এ ২টা পথ দিয়েই প্রবেশ করতে হবে ।
আপনি GSM Mobile Alarming Security System এর ডিভাইস প্রবেশপথের গোপন
জায়গায় সেট করলেন । এবার যখন থেকে আপনি এটা অন রাখবেন কেউ প্রবেশ করার
সাথে সাথে আপনার মোবাইলে কল এবং এস.এম.এস পৌছে যাবে । খুব সহজ না, আপনি
মোবাইল নেটওর্কের মধ্যে থাকলে সাথে সাথে জানতে পারবেন আপনার অফিসে বা
ব্যবসা প্রতিষ্ঠানে কেউ প্রবেশ করছে । সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে
পারবেন । GSM Mobile Alarming Security System একসাথে ৫টা মোবাইল নাম্বারে
কল বা এস.এম.এস দিতে পারে । সুতারাং নেটওয়ার্ক নিয়ে চিন্তার কোন কারণ
নাই । আমি মনে করি অন্য সব নিরাপত্তার থেকে এটা নিরাপদ এবং বিশ্বস্ত ।
আমাদের দেশেও এখন বিভিন্ন ধরনের GSM Mobile Alarming Security System পাওয়া যাচ্ছে ।
ইচ্ছা করলে আপনিও দেখে আসতে পারেন এ ডিভাইস এখান থেকে ।