যে ভাবে কারো বয়স বের করবেন ( আপডেটেড )


কৌশল – 1:
1. যার বয়স বের করবেন তাকে বলুন যে কোনো একটি সংখ্যা নিতে,
2. 2 দ্বারা এই সংখ্যা গুন করতে বলুন,
3. 5 যোগ করতে বলুন,
4. 50 দ্বারা গুন করতে বলুন,
5. এবার, যদি এই বছর (2012) ইতিমধ্যে তার জন্মদিন অতিক্রম করে থাকে, তবে 1762 যোগ করতে বলুন, আর যদি এই বছর ইতিমধ্যে তার জন্মদিন অতিক্রম না করে থাকে, তবে 1761 যোগ করতে বলুন. (লক্ষ্য রাখরেন, প্রতি বছর এই সংখ্যা 1 বৃদ্ধি পাবে. অর্থাৎ, 2013 সালে, যথাক্রমে 1763 ও 1762 এবং 2014 সালে, যথাক্রমে 1764 ও 1763 যোগ করতে হবে)
6. সবশেষে 4 সংখ্যার যে বছরে তিনি জন্মগ্রহন করেছেন তা বিয়োগ করতে বলুন.
ফলাফলটি জেনে নিন: যে সংখ্যাটি পেলেন, তার প্রথম অঙ্ক (গুলি) হচ্ছে তার মূল সংখ্যা এবং শেষ দুই অঙ্ক হল তার বয়স!
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা