নাম ছাড়াই আপনার প্রয়োজনীয় ফোল্ডার তৈরী করুন এবং হিডেন করা ছাড়াই লুকিয়ে রাখুন

 

ধরুন অনেকে ফাইল হিডেন করে প্রয়োজনীয় অথবা গোপণীয় ফাইল ফোল্ডার অপশনের হিডেন অপশন থেকে। তো সেটাত ফাইল সার্চ অপশন থেকেই এডভাঞ্চ অপশনে গিয়ে সার্চ করলেই পাওয়া যায়।কিন্তু আমি যে পদ্ধতি নিয়ে হাজির হয়েছি তার আংশিক অনেক যেনে থাকবেন আর কেউ কেউ হয়ত সেটাও জানেননা। তাহলে কি জানা থেকেও বিরত থাকবেন নাকি?? টিউন টপিকসঃ ১. উইন্ডোসে যেকোন নামে অথবা নামবিহীন ফোল্ডার তৈরী করা ২. ফোল্ডার ইনভিসিবল করা (হিডেন অপশন ব্যবহার করা ছাড়া) টপিকস-১ সাধারনত আপনার কম্পিউটারে CON, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9,, PRN, AUX, NUL ,LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPT9 এই নামে ফোল্ডার খোলা যাবেনা কারন এগুলো সিস্টেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভাইসের নামের সাথে মিলে যায়। কিন্তু আপনি সেই নামেও খুলতে পারবেন Alt ধরে তারপর ০১৬০ অথবা ২৫৫ ডিজ়িট চেপে। যেমনঃ নতুন একটা ফোল্ডার খুললেন তার নাম রেনেম করুন অন্য/যেকোন নাম লেখার আগে ০১৬০ অথবা ২৫৫ চাপুন এবার আপনি যেকোন নাম লিখবেন তা কম্পিউটার গ্রহন করবে। তাহলেত হয়েই গেল নামবিহীন ফোল্ডার তৈরী আবার যেকোন নামেও তা হল। টপিকস-২ প্রথম টপিকসকে কাজে লাগিয়ে আমরা একটি নামবিহীন ফোল্ডার তৈরী করলাম। তারপর আসল কাজ। ফোল্ডারটির প্রপারটিজের Customize অপশনের Change Icon এ গিয়ে এক বা একাধিন ইনভিসিবল আইকন পাবেন। সেটা সিলেক্ট করে ওকে দিয়ে বের হয়ে আসুন। কি মজাটা দেখলেন ?? তৈরী হয়ে গেল আপনার ইনভিসিবল ফোল্ডার। এই ফোল্ডারটির যেহেতু কোন নাম নেই তাই একে খুজেও পাওয়া যাবেনা।

Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা