আপনার Windows XP তে CD-DVD ROM Drive খুজে পাচ্ছে না? এমনকি বুটও করছে না? ২ দিন আগে ভাবছিলাম কম্পিউটার আপগ্রেড করবো Windows XP থেকে Windows 7 এ। কিন্তু পড়লাম সমস্যায় তখন যখন খেয়াল করলাম, অনেক দিন যাবৎ My Computer এ আমার ডিস্ক ড্রাইভটি নাই। এটাতো মহা বিপদ হয়ে দাড়ালো যখন দেখি বুট (Boot) মেনু থেকেও DVD বুট করছে না। ইন্টারনেট ঘেটেও পাচ্ছিলাম না কোন সাহায্য। অবশেষে আশার আলো মিলে। |
|
কিভাবে শুধুমাত্র রেজিস্ট্রি (Registry) এডিটের মাধ্যমে এই সমস্যা সমাধান করবেন?
☞ Required:
একটা কথা জানিয়ে রাখি, এটা Windows এ Device Manager এর 19 নাম্বার এরর কোড (Error Code)।
1. শান্তি
Windows এ Error Code 19 আসে তখন, যখন আপনার রেজিস্ট্রি কোন কারনে পরিবর্তিত হয়ে যায়। অথবা, ড্রাইভার আন-ইন্সটল বা করাপ্টেড হলে।
এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রথমে রেজিস্ট্রি এডিটরে (Registry Editor – regedit) যান।
রেজিস্ট্রি এডিটরে যেতে না পারলে আমায় অনুসরন করুন।
Start Menu হতে Run এ যান। অতঃপর লিখুন regedit এবং এন্টার করুন।
১। Screen (১)
ট্রি না বুঝলে আমায় অনুসরন করুন।
!_ প্রথমে HKEY_LOCAL_MACHINE ডাবল ক্লিক করে ওপেন করুন।
!___ এবার SYSTEM এ ডাবল ক্লিক করুন।
!_____ অতঃপর CurrentControlSet এ ডাবল ক্লিক করুন।
!_______পূর্বানুসারে এবার Control এবং অতঃপর Class এ ডাবল ক্লিক করে ওপেন করুন।
!_________এবার খুজে নিন {4D36E965-E325-11CE-BFC1-08002BE10318} ।
এখান থেকে কপি করুন।
শুধু খুজেই কাজ শেষ নয়।
Screen (২) এর মতো UpperFilters এবং LowerFilters সিলেক্ট করুন।
২। Screen (২)
নিচের মতো আপনাকে কনফার্ম করতে হবে Delete প্রসেসটি।
৩। Screen (৩)
আজকে এখানেই শেষ। যদি সাহায্য পেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন।
-ধন্যবাদ।