ফেসবুক চ্যাটে ম্যাসেজ পড়েছেন কি না! তার SEEN অপশন বন্ধ করে দিন!!!

ফেসবুকে সবাই Chat বা ম্যাসেজিং করে থাকেন। ফেসবুকে অন্যতম ম্যাসেজিং ফিচার  হল ✔SEEN অপশন! যখন আপনি ফেসবুকে কোন বন্ধুর সাথে চ্যাট করেন, তখন সে কোন ম্যাসেজ পাঠালে আপনি যদি তা দেখেন, তাহলে সে ✔Seen 12.00 am এই রকম দেখতে পাবে। অর্থাৎ তার পাঠানো ম্যাসেজ আপনি দেখেছেন। ফেসবুক চ্যাটে এটি মিল বন্ধনের সুন্দর একটি ফিচার। কিন্তু আপনি যদি একটু VIP  টাইপের লোক হন, অন্যদের থেকে স্মার্ট হতে চান অথবা আপনি চান না, আপনার বন্ধুর ম্যাসেজ আপনি পড়েছেন কিনা তা না জানুক! তাহলে ✔SEEN অপশন ডিসেবল করতে আজকের ট্রিক্সটি আপনার কাজে আসবে।
:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D
Photo: Who are you????


 মোজিলা ফায়ারফক্সের ক্ষেত্রেঃ Mozilla Firefox
1. ফেসবুকে ✔SEEN অপশন ডিসেবল করতে আপনাকে ‘FB Unseen’ নামক অ্যাড-অন্স ইন্সটল করতে হবে।
Mozilla firefox
২. নিচের লিঙ্ক থেকে Add-ons টি ইন্সটল করে নিন।
https://addons.mozilla.org/en-us/firefox/addon/unseen-fb/
৩. ‘FB Unseen’ নামক অ্যাড-অন্স ইন্সটল করে নিন। ইন্সটলে রিস্টার্ট প্রয়োজন নেই।
৪. অ্যাড-অন্স ইন্সটল করে ফেসবুকে চ্যাট করলে, আপনার বিপরীতে ✔SEEN ফিচার দেখতে পারবে না।
 .

গুগল Chrome এর ক্ষেত্রেঃ Google Chrome
Google Chrome
1. ফেসবুকে ✔SEEN অপশন ডিসেবল করতে আপনাকে ‘FB Unseen’ নামক অ্যাড-অন্স ইন্সটল করতে হবে।
২. নিচের লিঙ্ক থেকে Add-ons টি ইন্সটল করে নিন।
https://chrome.google.com/webstore/detail/facebook-unseen/iicapmagmhahddefgokbabbgieiogjop
৩. ‘FB Unseen’ নামক অ্যাড-অন্স ইন্সটল করে নিন। ইন্সটলে রিস্টার্ট প্রয়োজন নেই।
৪. অ্যাড-অন্স ইন্সটল করে ফেসবুকে চ্যাট করলে, আপনার বিপরীতে ✔SEEN ফিচার দেখতে পারবে না।

.
আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। আর যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন।
আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি । পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
পিসি হেল্পলাইন বিডির সাথে থাকুন
————আল্লাহ্‌ হাফেজ————
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা