কি! টাইটেল দেখে ভয় পেলেন? আপনার ভয় পাওয়ার কথা নয়! ভয় পাবে তো আপনার
শত্রুরা! শত্রুর কম্পিউটার মাউসকে ল্যাংড়া-খোঁড়া কিভাবে করবেন, সেটার রহস্য
আজকের পোস্টের মধ্যেই খুঁজে পাবেন। একটা পিচ্ছি ভাইরাস, যা শত্রুর পিসিতে
আক্রমণ করে মাউসকে ল্যাংড়া-খোঁড়া করে ফেলবে, অর্থাৎ, মাউসটা মাঝে মাঝে
হ্যাং/কাজ করা বন্ধ করে দিবে। সহজ কথায় বলতে গেলে, মাউসটা নষ্ট হয়ে আধ-মরা
হয়ে যাইব। হা! হা! হা!

২. এখন সফটওয়্যারটি আপনার শত্রুর কাছে সেন্ড করুন, তাকে এতা-সেটা বলে তাতে ক্লিক মারতে বলুন।
৩. সফটওয়্যারটিতে যাতে শত্রুরা সহজে ক্লিক করতে উৎসাহিত হয়, সেজন্য সেটার নাম রেখেছি- Dirty Lady সাথে ব্রা আইকন!! হা! হা!
৪. আপনার শত্রু ক্লিক করা মাত্রই পিসিতে কিছুই হবে না, সে ভাববে যে সফটওয়্যারটি নষ্ট!
৫. কিন্তু সফটওয়্যারটি প্রসেসে একটি ভাইরাস ওপেনকরবে, যা তার মাউসকে ল্যাংড়া-খোঁড়া বানিয়ে দেবে। হা! হা! এর চেয়ে মজার কি হয়!

শত্রুর মাউসকে ল্যাংড়া-খোঁড়া করতে যা যা পদক্ষেপ নিতে হবে ||
১. সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। আমার কথায় বিশ্বাস না হলে নিজে একবার টেস্ট করুন।২. এখন সফটওয়্যারটি আপনার শত্রুর কাছে সেন্ড করুন, তাকে এতা-সেটা বলে তাতে ক্লিক মারতে বলুন।
৩. সফটওয়্যারটিতে যাতে শত্রুরা সহজে ক্লিক করতে উৎসাহিত হয়, সেজন্য সেটার নাম রেখেছি- Dirty Lady সাথে ব্রা আইকন!! হা! হা!
৪. আপনার শত্রু ক্লিক করা মাত্রই পিসিতে কিছুই হবে না, সে ভাববে যে সফটওয়্যারটি নষ্ট!
৫. কিন্তু সফটওয়্যারটি প্রসেসে একটি ভাইরাস ওপেনকরবে, যা তার মাউসকে ল্যাংড়া-খোঁড়া বানিয়ে দেবে। হা! হা! এর চেয়ে মজার কি হয়!
|| যেভাবে মাউসটাকে আগের অবস্থায় ফিরে আনবেন ||
যদি কোন উৎসুক জনতা আবেগবসত টেস্ট করতে ক্লিক মারেন, তাহলে ভয় পাওয়ার
কারণ নেই! আমি আছি তো। যদি আপনার নিজেরই প্রিয় মাউস ল্যাংড়া-খোঁড়া হয়ে যায়
তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। সমাধান হাজির কইরা দিমু। NO চিন্তা
Boss! Only ফুর্তি!
.
বিঃদ্রঃ এইটা কোন ক্ষতিকারক ভাইরাস না, এই বোকার বানানোর জিনিসের নাম- Dirty.mouse!