নিয়ে নিন উইন্ডোজ ৮ Gadget। যারা মিস করছিলেন শুধু তাদের জন্য।

চারিদিকে হৈই-চৈই শুনে আমিও উইন্ডোজ ৮.১ ইনষ্টল দিলাম দেওয়ার পর সবকিছু ঠিকঠাক লাগলো কিন্তু একটা জিনিস মিস করছিলাম আর সেটা হল গ্যাজেট। আমি তো অবাক যে একি অবস্থা সবকিছু দিল আর আসল দর্ষণীয় জিনিস টাই দিতে ভুলে গেল বিল গেটস। গ্যাজেট প্রথম চালু হয় উইন্ডোজ ভিসতায় তারপর সেভেন আর ৮ এ নাই  এতো হতে পাড়ে না। তবে আপনারা যারা একে মিস করছিলেন আমার মতো তাদের আর মিস করতে হবে না। অবশ্য যারা জানে তাড়া আগে থেকেই হয়তো ডাউনলোড করে ব্যবহার করা শুরু করে দিয়েছে। কেউ কেউ হয়তো এখনো জানে না শুধু তাদের জন্যই আমার আজকের এই পোস্ট।
win7_ff_gadgets_01
এ বিষয়ে আর নতুন  কিছু বলার নাই যারা এর আগে ব্যবহার করেছেন তারা হয়ত জানেই যে এর কি মজা। তো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ডাউনলোড করে নিন । সাধারন সফ্টওয়ার যেভাবে ইনষ্টল দেয় সেভাবেই ইনষ্টল দিন । তারপড়  ডেক্সটপে গিয়ে রাইট ক্লিক করুন আর গ্যাজেট দিয়ে ডেক্সটপ সাজিয়ে ফেলুন।
Windows-8-Desktop-Gdgets
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আর আমার পোস্ট-টি যদি ভালো লেগে থাকে  তাহলে অবশ্যই কমেন্ট করবেন ।
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা