আজ আমি আবার নিয়ে এলাম একটা টিপ্স । মোটামুটি দরকারি ট্রিক্স।

আমাদের সাধের ফোন টিতে সাধের অনেক কিছু থাকে। বিশেষ ফাইল বা ডকুমেন্ট থাকে। আমরা এগুলো সবাই কে দেখাতে চাই না। তাই আমরা অনেকে file locker ধরণের এপ্স ইউজ করি। এতে ফাইল লক এবং হাইড হয়। কিন্ত পাসওয়ার্ড ভুলে গেলে ওই ফাইল আমরা ফিরে পাই না। কিন্ত যদি কোন এপ্স ছাড়া আমরা ফাইল হাইড করে ফেলতে পারি তাহলে কেমন হয়? হ্যা কোন এপ্স এর সাহায্য ছাড়াই ফাইল হাইড করে রাখা যায়। এটি করার জন্য যে ফাইল টি হাইড করবেন তার নামের আগে ফুলস্টপ (.) বসিয়ে দিন। ব্যাস ফাইল গায়েব। আর ফাইল গায়েব করতে চান না আবার কাউকে দেখাতেও চান না! তখন কি করবেন?? তখন শুধু ফাইলের নামের শেষের ফুলস্টপের পড়ে (#) চিহ্ন বসিয়ে দিন। এতে ফাইল দেখা যাবে কিন্ত ওপেন করা যাবে না। কি মজার না বিষয় টা।
ভালো থাকবেন
আমাদের সাধের ফোন টিতে সাধের অনেক কিছু থাকে। বিশেষ ফাইল বা ডকুমেন্ট থাকে। আমরা এগুলো সবাই কে দেখাতে চাই না। তাই আমরা অনেকে file locker ধরণের এপ্স ইউজ করি। এতে ফাইল লক এবং হাইড হয়। কিন্ত পাসওয়ার্ড ভুলে গেলে ওই ফাইল আমরা ফিরে পাই না। কিন্ত যদি কোন এপ্স ছাড়া আমরা ফাইল হাইড করে ফেলতে পারি তাহলে কেমন হয়? হ্যা কোন এপ্স এর সাহায্য ছাড়াই ফাইল হাইড করে রাখা যায়। এটি করার জন্য যে ফাইল টি হাইড করবেন তার নামের আগে ফুলস্টপ (.) বসিয়ে দিন। ব্যাস ফাইল গায়েব। আর ফাইল গায়েব করতে চান না আবার কাউকে দেখাতেও চান না! তখন কি করবেন?? তখন শুধু ফাইলের নামের শেষের ফুলস্টপের পড়ে (#) চিহ্ন বসিয়ে দিন। এতে ফাইল দেখা যাবে কিন্ত ওপেন করা যাবে না। কি মজার না বিষয় টা।
ভালো থাকবেন