Administrator Password ভুলে গেলে

আমাদের যখন আকাধিক ব্যবহার কারী হয় তাহলে Password সেট করতে হয়। কিন্তু যদি Password ভুলে যান তাহলে কি করবে।
 
 আমি আপনাদের একটি সহজ পদ্ধতি দেব। আপনার কম্পিউটার যখন Password চায়  (log On) অবস্থায় তখন ctrl+alt+delete চাপন। দেখুন নতুন উইন্ডো এসেছে। এখানে Name এর স্থলে Administrator লিখে OKবাটনক্লিক করুন। বাস আপনার কম্পিউটার অন হবে।
বিঃদ্রঃ তবে আপনি যদি আগে  Administrator এ Password দিয়ে থাকেন তাহলে Administrator Passwordজানতে হবে।
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা