এবার আপনার এন্ড্রয়েড ফোনে ফেইসবুক চালান পিসি স্টাইলে

সুপ্রিয় ভিজিটরবৃন্দ কেমন আছেন সবাই?আশা করি অনেক বেশি ভাল আছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই পোষ্ট টি শুরু করছি।
আজ আমি আপনাদের সাথে খুব ছোট এবং কাজের একটি এন্ড্রয়েড অ্যাপস শেয়ার করব যা আপনি এই পোষ্টের শিরোনামের মধ্য দিয়েই বুঝে গেছেন।
facebook 
 আমি আসলে এন্ড্রয়েড ফোনে ফেসবুক চালাতাম বাট সবসময় কম্পিউটার এ চালিয়ে মোবাইলে চালাতে গেলে যেমন অসুবিধা হয় আমারো তেমনটাই হয়েছিল।আপনি দেখবেন এন্ড্রইয়েড অ্যাপ আপনার মোবাইলে ইন্সটল করা থাকলে আপনি অন্য কাজে ডাটা অন করলেই স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক ওপেন হয়ে যায়। আর যদি লগআউট করে রাখেন তাহলে এইরকম হবেনা কিন্তু আপনার বার বার লগইন বা লগআউট করার প্রয়োজন কি? এই অ্যাপ টি তে আপনি প্রবেশ করলে তবেই আপনার ডাটা খরচ হবে অন্যথায় নয়।
যাই হোক এই অ্যাপস টি দ্বারা আপনি অবিকল পিসির মত চালাতে পারবেন এখন কথা হল আপনার পিসির মনিটর বড় কিন্তু ফোনের স্ক্রিনটা তো ছোট তাহলে কি করবেন, এখানে আপনার জন্য জুম করার জন্য বাটন আছে তাই সেখানে টাচ করেই আপনি খুব সহজে ফন্ট বড় বা ছোট করে দেখতে পারবেন।
এটি মূলত একটি ফেসবুক ব্রাউজার। এখানে আপনি লাইক প্রদানের জন্য অপেক্ষা করতে হবে না লাইক এ চাপ দেওয়ার সাথে সাথে লাইক উঠে যাবে।
আসলে এইসব ব্যাপার সবাই জানেন তাই শুধু শুধু বলার কোন মানে হয়না।আর মাত্র ৫০০ কিলোবাইট ডাওনলোড করেই তো আপনি সব কিছু জানতে পারছেন।
আপনি ডাওনলোড করে ইন্সটল দিন তারপর আপনাকে লগইন করার জন্য ইমেইল অথবা মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিতে হবে। এবার দেখুন আমি আপনার সাথে এতক্ষণ যা বলেছি তার সাথে মিল পান কিনা?

Dowenload
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা