Ads

ওয়াই ফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায় ।

 

আমাদের চারপাশে ওয়াই ফাই ইন্টারনেট সুবিধা ঘুরে বেড়ালেও আমরা সেটি ব্যাবহার করতে পারিনা শুধুমাত্র পাসওয়ার্ডের বেড়া জালের কারনে।
আজকে সেই বাধা দূর করার ওয়াই ফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায়  জেনে নিন।
আপনি কি কোন দিন সহজে আডমিন পাসওয়ার্ড ছাড়া ওয়াই ফাই আকসেস করেছন ?
নিশ্চয় না।  তাহলে এখুনি পাসওয়ার্ড হ্যাক জেনে নিন নিম্নের মেথড অনুসরন করে।
ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার জন্য ডাউনলোড করেন এখান থেকে             Minidwep-gtk 
beini Minidwep-gtk  সফটওয়্যার টি সিডি/ ডিভিডি তে রাইট করেন। অথবা পোর্টেবল ইউএসবি  বানান।
পোর্টেবল ইউএসবি বানাতে নিচের সফটওয়্যারে টি ডাউনলোড করেন আপনার উইন্ডোজ হিসেবে।
ডাউনলোড এখানে
For Windows      Download            For Linux            Download

ইনসার্ট সিডি/ডিভিডি অথবা ইউএসবি । রিস্টার্ট কম্পিউটার এবং বুট করান সিডি/ডিভিডি অথবা ইউএসবি থেকে ।ঠিক উইন্ডোজ করার মত বুট করান।
১।বুট সফল হলে নিচের ছবির মত দেখতে পাবেন।  ক্লিক করেন Minidwep-gtk ।
২। নিচের ছবির মত একটা উইন্ডোজ আসবে  ok  ক্লিক করেন।
৩।এখন Minipwep-gtk প্রোগ্রাম টি খুলবে । ওয়ারলেস নেটওয়ার্ক খুজার জন্য ক্লিক  scan । নিচের ছবির মত।
৪। সিলেক্ট ওয়ারলেস নেটওয়ার্ক যেটা সাথে client আছে। । ক্লিক launch তাহলেই শুরু করবে ক্র্যাক প্রকসেস। নিচের ছবির মত।
ওয়ারলেস নেটওয়ার্ক  হ্যাক করতে চান তার  ডাটা প্রদান ব্যবহার অবস্তায় থাকতে হবে। তাহলে তারাতারি  ক্র্যাক প্রকসেস হবে ।যদি IVS value চালু না থাকে বা আস্তে আস্তে কাজ করে তার মানে router ডাটা প্রদান করে না।তাহলে অন্য সময় চেষ্টা করতে হবে যখন router ব্যবহার হয়। যে পাসওয়ার্ড টি শক্তিশালী তা   নাও হতে পারে।নিচের ছবিটি দেখুন ।
৫।পাসওয়ার্ড টি খুজে পেতে সফল হলে নিচের ছবির মত দেখাবে।
WPA/WPA2 জন্য :    নিচের ছবির মত সেটিং করেন।
So It is Final that can be found Password.( পাসওয়ার্ড হ্যাক করে কারো ক্ষতি করবেন না  )
Share this article :

+ comments + 1 comments

June 3, 2014 at 3:52 PM

পোরটেবল ইউএসবি কিভাবে বানাতে হই একটু বলবেন plz. my email id ffarukahamed@yahoo.com

Post a Comment
 
Copyright © 2018. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা