ভিডিও টিউটেরিয়াল তৈরি করার জন্য দারুন একটি সফটওয়্যার একদম ফ্রী

আজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি সফটওয়্যার যা দিয়ে আপনি তৈরি করতে পারবেন আপনার প্রয়োজনীয় ভিডিও টিউটেরিয়ার । ভিডিও টিউটেরিয়াল তৈরি করার জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে কিন্তু যেটি সবচেয়ে কাজের সেটি হল BSR Screen Recorder  এই সফটওয়্যার দিয়ে সবচেয়ে ভালমানের ভিডিও টিউটেরিয়াল তৈরি করা যায় । আর এই সফটওয়্যারটির ফুল ভার্সন আপনাদের জন্য নিয়ে এলাম একদম ফ্রিতে তাও আবার সবচেয়ে শেষ ভার্সন । কিভাবে সফটওয়্যারটি ইন্সটল  করবেন এবার সেই বিষয় নিয়ে বলব প্রথমে রার ফাইলটি এক্সট্রাক করে নিন তারপর BSR ইন্সটল করে নিন ইন্সটল হয়ে গেলে কেয়গান ফাইলটি ওপেন করে জেনেরেটর ক্লিক করলে কী পেয়ে যাবেন তারপর রেজিস্ট্রেশান করে নিন ।
কিভাবে কাজ করবেন তার একটা ছবি নিচে দিলাম




ডাউনলোড করুন এখান থেকে
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা