আপনার সাইট বা ব্লগ এ বিজ্ঞাপন প্রদশন করিয়ে আয় করুন

কেমন আছেন আপনারা?আপনারা সবাই ভালো থাকুন এই আশাতেই শুরু করছি আজকের লেখা।গত পর্বের পরের ভার্সন।গত পর্বে আপনারা জেনেছেন কীভাবে ইন্টারনেট থেকে টাকা আনা যায় এবং কি কি কাজ করে টাকা আয় করা যায়।আজ আমি আলাপ করবো কীভাবে আপনার সাইট বা ব্লগ এ বিজ্জাপন প্রদর্শন করে টাকা আয় করা যায়।যদিও এই বেপারটা অনেকের জানা,তবু ও আলাপ করছি।
বাস্তবে আমাদের যেমন কষ্ট করে টাকা উপার্জন করতে হয়।নেট থেকেও ঠিক একেই ভাবে কষ্ট করেই টাকা উপার্জন করতে হবে।আপনি যদি আপনার সঠিক গন্তব্যে জেতে চান।তাহলে আপনাকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ জানতে হবে এবং তা খুব ভালোভাবে জানতে হবে,আত্নবিশ্বাস ও ধর্জ্য থাকতে হবে।নিত্য নতুন বিষয় শেখার চেষ্টা করতে হবে।
ধরুন আপনার একটি ওয়েব সাইট বা ব্লগ আছে।আপনার সাইটে বা ব্লগে দুই ধরনের বিজ্জাপন প্রদর্শন করতে পারেন।
১)ব্যত্তিগত ভাবে সংগ্রহ করা বা স্থানীও প্রতিষ্ঠানের বিজ্জাপন প্রদর্শন করিয়ে।
২)গুগল অ্যাড বা গুগল অ্যাড এর মতন অন্যান্য বিজ্জাপন প্রদর্শন করিয়ে।
অনেকের ধারনা গুগল এডসেন্স টাকা প্রদান করেনা,চিটিং করে থাকে।আসলে তা নয় আমরা ফেক ক্লিক করলে বা গুগলের সাথে চালাকি করলে গুগল তা ধরে ফেলে।তাই ফেক ক্লিক এর বিনিময়ে গুগল কন ডলার প্রদান করে না।বরং কিছুদিন পড়ে গুগল ইমেইল করে জানিয়ে দেয় “আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে বা হোল”।
গুগল কীভাবে ফেক ক্লিক ধরে ফেলে তা আমার জানানেই।তবে এইটুকু বলতে পারি আপনার সাইট এর গুগল এড গুলতে ক্লিক করার বা বন্ধুদের বলার প্রয়োজন নাই “গুগল এড গুলতে ক্লিক দিস বন্ধু”।কারন আপনার অনুরুধে আপনার বন্ধু একটি ক্লিক করে সাথে সাথে বের হয়ে জাবে।আসলে কেউ যদি জানার জন্য বা প্রয়োজনে এড এ ক্লিক করে,সেতো আর সাথে সাথে বের হবে না।সে সাইট থেকে কিছু জানার বা সংগ্রহের চেষ্টা করবে।যদি কোন ভিজিটর এড এ ক্লিক দিয়ে ধুকেই বের হয়ে যায়।আমার ধারনা তা ফেক ক্লিকের আওতায় পড়ে।আরেকটি মজার ব্যাপার হোল মনে করেন টিউনার পেজে গুগল এডসেন্স এড দিল,গুগল এড কিন্তু প্রসাধনীর এড দিবেনা।তথ্য প্রজুক্তি সংশ্লিষ্ট এড দেবে।তাই গুগল এডসেন্স থেকে সহজেই আয় করা যায়।
গুগল এডসেন্স অ্যাকাউন্ট পেতে হলে আপনার একটি ইমেইল,ওয়েব সাইট বা ব্লগ থাকতে হবে।তারপর আপনাকে এডসেন্স অ্যাকাউন্ট এর জন্য অ্যাপ্লাই করতে হবে।গুগল আপনার সাইট বা ব্লগ দেখে পছন্দ করলে আপনাকে গ্রহণ করবে।তাই আপনাকে খুব সুন্দর ও তথ্যবহুল সাইট করে অ্যাপ্লাই করতে হবে।গুগল এডসেন্স এ অ্যাপ্লাই করবেন এখান থেকে www.google.com/adsense ।আরেকটি কথা বাংলা ব্লগে খুব সহজে এডসেন্স সুবিধা পাবেন না,ইংরেজি হলে ভালো হবে।
এখন ভাবছেন গুগল এডসেন্স থেকে টাকা তুলবেন কীভাবে।চিন্তা করার কোন কারন নেই।গুগল আপনাকে পেমেন্ট করবেঃ
১. Check অথবা
২. PayPal এর মাধমে
(নোটঃযারা গুগল এডসেন্স এর জন্য অ্যাপ্লাই করে ও এডসেন্স পাননি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।যোগাযোগ ঠিকানাঃ+8801611999990।তবে হ্যাঁ আপনার সাইট বা ব্লগ টি তিন মাস পুরানা হতে হবে এবং সর্বনিম্ব ১০টি পোস্ট থাকতে হবে।)
Share this article :

+ comments + 10 comments

June 14, 2015 at 10:00 AM

কিভাবে বাংলা ওয়েব সাইট গুলতে গুগলের অ্যাড বসছে, অনেক সাইটেই অ্যাড দেখতে পাচ্ছি, প্রথম আলো, নিউজ ইন বাংলা ও এই রকম আরও অনেক সাইটে অ্যাড দেখা যায়। কিভাবে ওনারা অ্যাড শো করাচ্ছেন ?

আমি একটা লিঙ্ক দিলাম, http://newsinbangla.com/ বিস্তারিত জানালে খুশি হবো। ধন্নবাদ।

May 21, 2017 at 9:55 AM

শুভেচ্ছা জানাচ্ছি,

আমি ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার ম্যানেজার।

আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি ১.৫ পিপস (১৫ ডলার স্ট্যান্ডার্ড মার্কেট লট থেকে) পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

এখনি আমাদের পার্টনার হয়ে যান এবং পেয়ে যান সকল তথ্য সরঞ্জাম আপনার ওয়েবসাইট এর জন্য অ্যাফিলিয়েট লিংক সহ। আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

October 5, 2017 at 4:11 PM

বাংলাদেশীদের জন্য এডসেন্স বিষয়ক একটি সুখবর
বাংলা সাইট থাকলেই এখন এডসেন্স এর এড দেখানো যায়। এডসেন্স ২৬ সেপ্টেম্বর থেকে বাংলা ভাষা ওদের সাপোর্টেড ভাষার তালিকায় যোগ করেছে।বাংলা ভাষায় এডসেন্স এর এড দেখানোতে তাই কোন আলাদা শর্তের প্রয়োজন নেই। তবে গুগোলের প্রোগ্রাম গাইডলাইন না মেনে কোন এড দেখাবেন না।

January 14, 2018 at 3:52 PM

সবাইকে ধন্যবাদ

January 20, 2018 at 11:12 AM

আমার সাইটে আমি এড নিতে চাচ্ছি কিন্তু পারছিনা । যদি আমাকে হেল্প করতেন কিভাবে এড নেয়া যায় তবে উপক্রিত হতাম । আমার সাইট https://rajkonnan.blogspot.com
আমার ফোন নাম্বার ০১৮৬১২৫৭২৬৭

January 21, 2018 at 10:44 AM

Dear , রাজ কন্যা
এড চালু করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার Blogg এর উপর আপনার Gmail দ্বারা Google AdSense -এ আবেদন করতে হবে । ধন্যবাদ ।

November 1, 2018 at 12:54 PM

আমি এড নিতে চাই এটা আমার সাইট www.bd-info71.com
এটা একটি নিউজ পেপার সাইট

November 1, 2018 at 12:54 PM

আমি এড নিতে চাই এটা আমার সাইট www.bd-info71.com
এটা একটি নিউজ পেপার সাইট

July 24, 2019 at 7:13 AM

আমি এড নিতে চাই

Post a Comment
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা