বাংলায় কথা বলবেন, হয়ে যাবে লেখা… বাংলাতেই! (Bangla Speech to Text)

ব্যাবহার পদ্ধতিঃ
প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
  • সফটওয়্যারটি রান করান।
  • প্রথমে আপনাকে রেজিস্ট্রেশান করতে হবে। আপনার নাম এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশান করুন।
  • এরপর আপনার ইমেইল অ্যাড্রেস এ ২৪ ঘণ্টার মধ্যে ১টি লাইসেন্স কী আসবে।  ( একটু ধৈর্য ধরুন। আমার লাইসেন্স কী ২ ঘণ্টা পর পেয়েছি )
  • লাইসেন্স কী পাওয়ার পর সফটওয়্যারটির নিচের দিকে লাইসেন্স কী প্রবেশ করান এবং ACTIVATE বাটনটি চাপুন।  (নাম এবং ইমেইল অ্যাড্রেসও উপরে লিখতে হবে যা দিয়ে রেজিস্ট্রেশান করেছিলেন।  ব্যাস ! কাজ শেষ।
  • এবার আপনি START নামে একটি বাটন দেখতে পাবেন। এই বাটন এ ক্লিক করে মাইক্রোফোনে বাংলায় কিছু বলে STOP বাটন এ ক্লিক করুন। এবার PROCESS বাটন এ ক্লিক করুন।
  • কিছুক্ষণের মধ্যেই আপনি যা বলেছেন তা বাংলা লেখা আকারে আপনার সামনে হাজির হবে। এটা আপনি কপি-পেস্ট করতে পারবেন।
আমার এই পোস্ট ও এই সফটওয়্যারের সাহায্য নিয়ে লেখা 
Download link: http://www.mediafire.com/download/s43t59ktxx66mf5/Bangla_Speech_to_Text.exe
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা