আপনার Android মোবাইলটি কে বানিয়ে ফেলুন আপনার পিসি’র গেমস কন্ট্রোলার তাও আবার g sensor সহ। সাথে পিসির full control। Games controller এর দিন শেষ হয়ে গেলো।

 
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ’র রহমতে ভালোই আছেন। আমি অনেক কষ্টে আছি, যা সহ্য করতে পারি না আবার কাউকে বলতেও পারি না। যাই হোক এখন আসল কথায় আসি। আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো একটা android apps এর। যার মাধ্যমে আপনি আপনার android মোবাইলটি কে পিসি গেমস প্যাড হিসেবে ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয় এর সাহায্যে আপনি মাউস এর কাজ থেকে শুরু করে পুরো কম্পিউটার টাই আপনি নিয়ন্ত্রন করতে পারবেন।
প্রথমে দেখে নেই কি কি সুবিধা পাবেন এই app টির সাহায্যে
  • ল্যাপটপ এর Touchpad এর মত Touchpad
  • Typeriwtter key option
  • Function key.
  • Numeric keypad
  • Text Transfer
  • My computer
  • Race ( রেসিং গেমস প্যাড )
  • Joystick ( যে কোন গেমস খেলার জন্য গেমস প্যাড )
  • Shooter mode ( গোলাগুলির গেমস এর জন্য )
  • PowerPoint
  • Browser Mode
  • Media Mode
এক কথায় বলা যায় android দিয়ে পিসি কন্ট্রোল এর জন্য অসাধারন এবং user friendly একটা app.
আসুন তাহলে কাজ শুরু করি।
প্রথমে ডাউনলোড এর কাজগুলো শেষ করে নেই।
১> Android Apps টি ডাউনলোড করুন। Play Store যাদের প্লে স্টোর দিয়ে ডাউনলোড করতে ঝামেলা তারা এখান থেকে করে নিন Zippyshare ( 2.35 mb )
২> এই App টি পিসি তে কানেক্ট করার জন্য একটা software লাগবে। এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। ( 4.8 mb and hotfile link )

এখন android app টি শুধু ইন্সটল করে রাখুন। ওপেন করার দরকার নেই।
পিসির জন্য যেই software টি ডাউনলোড করেছেন এটি portable version, সুতরাং install এর ঝামেলা নেই। শুধু আনজিপ করুন। এবার আনজিপ করা ফোল্ডারে ঢুকুন।
এখন MonectHost.exe তে ডাবল ক্লিক করুন, Administrative control অপশন এ yes ক্লিক করুন।

এখন নিচের স্ক্রিনশট এর মত software টি ওপেন হবে।
এখন আপনি আপনার মোবাইল থেকে Monect Portable app টি ওপেন করুন।
app টির নিচের ডান কোনায় bluetooth লিখা অপশন আছে, সেটায় ক্লিক করুন।
bluetooth device এর নামে ক্লিক করুন। ২-৫ সেকেন্ডের মাঝে কানেক্ট হবে

ব্যস আপনার গেমস প্যাড তৈরী। রেসিং গেম এবং Shooting গেম এর জন্য আলাদা প্যাড এবং একটা নরমাল গেমস প্যাড অপশন আছে।
আশা করি টিউটোরিয়াল টি আপনার কাজে লাগবে।
Share this article :

+ comments + 1 comments

January 31, 2014 at 4:19 AM

কিছু মনে করবেন না। আমরা ব্লগে টিপস দেই কোন একটা বিষয় সবাইকে জানানোর জন্য। আর এর জন্য আমরা ব্লগে রেজিস্ট্রেশন করতে হয় একটা পরিচয়ের জন্য।

বুঝতে পেরেছেন আশা করি।

ধন্যবাদ,
Stefun Jahangir Carzon ( fb username s.j.carzon )
CEO at Barno24
web developer at Voodo tech
journalist at Monohardi portal and Khobor

Post a Comment
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা