নিজের কম্পিউটার থেকে অন্যের কম্পিউটার নিয়ন্ত্রন করুন খুব সহজেই আর এক কম্পিউটার

রিমোট এক্সেস টুলস কি?

আপনার কম্পিউটার নিয়ে সমস্যায় আছেন? কিংবা এক্সপার্টদের সাহায্যে ঘরে বসেই আপনার কম্পিউটার সারিয়ে তুলতে চান? অথবা আপনার কোন ওয়ার্কারকে কাজ হাতে-কলমে (পিসি-মাউসে ) :lol: বুঝিয়ে দিতে চান? তাহলে আপনার দরকার রিমোট এক্সেস টুলসরিমোট এক্সেস টুলস এর মাধ্যমে আপনি খুব সহজেই আরেক কম্পিউটারের স্ক্রিন এর কম্পিউটারের নিয়ন্ত্রন নিজে করতে পারবেন ওই স্ক্রিনের ইউজারের মতইযেমন ধরুন এখনি আপনি আপনার কোন বন্ধুকে শেখাতে চান কিভাবে ব্লগ ব্যবহার করতে হয় কিংবা কিভাবে বাংলা ব্যবহার করতে হয় তা শেখাতে চানতাহলে রিমোর্ট এক্সেস টুলস হতে পারে চরম উপকারী একটা জিনিসআপনি রিমোট এক্সেস টুলস এর সাহায্যে তার কম্পিউটারের স্ক্রিনের নিয়ন্ত্রন নিয়ে আপনার এখানে থেকে মাউস-কিবোর্ড তাকে তার কম্পিউটারের বাংলা কিভাবে লিখতে হয় সেটি শিখিয়ে দিলেনএছাড়া গুরুত্বপুর্ন পাসওয়ার্ড শেয়ারের ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করতে পারেনরিমোট এক্সেস টুলস এর মাধ্যমে আপনি অন্যসাইডের কম্পিউটারের সমস্যা সমাধান করে দেওয়ার কাজ ছাড়াও সবাইকে নিয়ে ঘরে বসেই মিটিং সম্পন্ন করতে পারেন অফিসে উপস্থিত হওয়া ছাড়া


রিমোট এক্সেস টুলস এর মাধ্যমে অন্যের কম্পিউটারে এক্সেস করার পদ্ধতিঃ

অন্য কম্পিউটারে রিমোট এক্সেস করার জন্য আপনার দরকার হবে মোটামুটি ভালো মানের একটি ইন্টারনেট কালেকশান এবং উভয় কম্পিউটারে একই রিমোট এক্সেস টুলসএই টুলসগুলোর মধ্যে টিমভিউয়ার এবং লগমেন সবচেয়ে বেশি জনপ্রিয়আমি টিমভিউয়ার দিয়ে কিভাবে এক্সেস করা যায় সেটি দেখাব আপনাদের আজকেএছাড়া আরো কয়েকটি অজানা কিন্তু শক্তিশালী রিমোট এক্সেস টুলস এর ঠিকানা দিব শেষে

টিমভিউয়ার দিয়ে রিমোট এক্সেস এর জন্য প্রথমে আপনার কম্পিউটার এবং অপর প্রান্তের কম্পিউটারে টিমভিউয়ার ইন্সটল করে নিনএটি ফ্রি সফটওয়ার এবং ডাউনলোড করতে পারেন এই লিংক এ গিয়েএবার টিমভিউয়ার ওপেন করলে নিচের চিত্রের মত একটি স্ক্রিন দেখতে পাবেন

টিমভিউয়ার

এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড বামপাশে এবং ডানপাশে অন্যপ্রান্তের যেই কম্পিউটার এ রিমোট এক্সেস করতে চান তার আইডি বসানোর ঘর দেখতে পাবেনআপনি যদি আপনার কম্পিউটারকে কাউকে রিমোট এক্সেস দিতে চান তাহলে চ্যাটে বা অন্যকোনভাবে আপনার বামপাশে দেওয়া টিমভিউয়ার আইডিও পাসওয়ার্ড দিয়ে দিবেনযদি আপনি কারো কম্পিউটার এ রিমোট এক্সেস করতে চান তার টিউভিউয়ার আইডি ও পাস নিয়ে ডানপাশে প্রথমে আইডি এবং পরে পাসওয়ার্ড দিয়ে এক্সেস করতে পারবেনলগিন করার আপনি নিচের চিত্রের মত একটি পপ-আপ স্ক্রিন পাবেন যেখানে অন্যপ্রান্তের স্ক্রিনের ছবি এবং টিমভিউয়ারের অপশান পাবেনএবার আপনি আপনার মাউস-কিবোর্ড দিয়ে অন্যপ্রান্তের স্ক্রিন নিয়ন্ত্রন করতে পারবেন

কম্পিউটার এ রিমোট এক্সেস


টিমভিউয়ার ছাড়া একই কাজের আরো অনেকগুলো ফ্রি টুলস আছে যারা মধ্যে আমি ১২টি সেরা টুলস এর লিংক নীচে দিলাম যেগুলোর কথা হয়তো আপনি শুনেন নাই কখনোইনশাআল্লাহ সময় পেলে ওগুলো নিয়ে বিস্তারিত লিখতে চেষ্টা করব

১২ টি সেরা এবং ফ্রি রিমোট এক্সেস টুলস


১- লগমেন
২- ক্রসলুপ
৩- মিকোগো
৪- শো মাই পিসি
৫- মিঙ্গেল ভিউ
৬- লাইভ লুক
৭- স্ক্রিন লেপ
৮- স্কাইফেক্স
৯-Yugma SE For Skype
১০- VYEW
১১-TightVNC
১২-UltraVNC


এখানে দেয়া সবগুলোই উইন্ডোজ এর জন্য সফটওয়ার
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা