ঘর থেকে বের হবার সময় কম্পিউটার লক/বন্ধ করতে ভুলে গিয়েছিলেন?



ধরুন কম্পিউটারে কাজ করার সময় একটি কল আসলো, আপনাকে তরিঘরি করে বেড়িয়ে পড়তে হলকিন্তু হাঁয়! আপনি কম্পিউটার Lock/Shutdown করতে ভুলে গিয়েছেনএখন উপায় কি? আছে! BtProx (Bluetooth Proximity Lock Utility) নামে একটি ফ্রী সফটওয়্যার আবিস্কার হয়েছে যা কিনা এই ধরনের সমস্যা থেকে আপনাকে রেহায় দেবে
 কি কি লাগবে?
১. ব্লুটুথ সমর্থিত ল্যাপটপ অথবা, ডেস্কটপডেক্সটপে সাধারণত থাকে না, তাই আলাদাভাবে আপনাকে কিনতে হবে
২. BtProx (Bluetooth Proximity Lock Utility)
ব্যাবহারবিধিঃ
১. এখান থেকে ২১৩ কিলোবাইটের ফাইলটি ডাউনলোড করে নিন
২. সফটওয়্যারটি ইনস্টল করুন
৩. আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের ব্লুতুথের সাথে আপনার মোবাইলে Paired করুন
৪. BtProx (Bluetooth Proximity Lock Utility) রান করুন
৫. “Used device” থেকে আপনি “…” ক্লিক করুন, এখন আপনার ডিভাইস ডিটেক্ট করবেডিভাইস সিলেক্ট করে বেরিয়ে আসুন
৬. timeout সেট করুন
৭. “Start” ক্লিক করুন
৮. ব্যাস হয়ে গেল
* আপনি ইচ্ছে করলে বিভিন্ন প্রোগ্রাম সিলেক্ট করে রাখতে পারেন, Lock Command / Release Command হিসেবে
মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ভুল যেন না হয় তা থেকে রেহায় পাবার এটি একটি উপায়আর আপনাকে কোন কীবোর্ডের সাহায্য নিতে হল না
আশা করি আমার পোস্টটি আপনাদের ভালো লাগবে
Share this article :
 
Copyright © 2025. নির্জন বাংলা - All Rights Reserved
Template Created by নির্জন বাংলা